কর্মঠ হাত,
সৃষ্টির উল্লাসে মাতে...
উপযুক্ত ব্যক্তির কর্মপ্রয়াসে
বয়সসীমা থাকা উচিত নয়!
একজন মানুষ,;
যতদিন পর্যন্ত নিজেকে ফিট মনে করেন
ততদিন পর্যন্ত তাকে কর্মলিপ্ত থাকতে দিন।

কেন ভুলে যান?
কর্ম মানেই তো, চাকুরি নয়!

আর?

আর কর্মে প্রবেশের বয়সসীমা!
এটা জাস্ট ফানি, মানে হাস্যকর 😁