দেখছি ঐ কাঁটাতার
তুমি আমি এপারওপার
মাঝখানে বহতা নদী
ভাসে তরী নেই পারাপার!

মিলনেরই মায়ানগর
বেদনারই অশ্রুপাত
নিয়তির নিঠুর খেলায়
ভালবাসা মুক্তি পাক।

°
°
°
কাঁটাতার
_____