অগ্নিদাহ বায়ান্ন জনের মৃত্যু!
এ আর এমন কী?
বাকি সব ঠিক আছে।
এ আবুল,
দেখলিতো কী মর্মান্তিক রূপে মৃত্যু হতে পারে!
আমি জানি,
এতে তোর কোনো দায় নেই
তোর তো দূর.....
তোর চোদ্দগুষ্টির কারোর কোনো দায় নেই!
আগুন?
সে তো লাগতেই পারে
প্রায়শই লেগে যায়,
শ'য়ে শ'য়ে লোক মরে
এ তো হরহামেশাই ঘটে
সে আর এমন কী নতুন ব্যাপার!
কিন্তু পরন্তু মাগার,
প্রশ্নটা থেকেই যায়, এই মৃত্যুতে দায় কার?
কার আবার.....
দায় তো সব ঐ মৃত মানুষের,
যারা কিনা
তোর কারখানা সচল রাখতে
তোর শাণ শাওকাত ঠাঁটবাট বজায় রাখতে
আর নিজেদের জ্বালাময়ী পেটের দায়ে নিশ্চিত জেনেও মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছে বছরের পর বছর!
হ্যাঁ রে আবুল,
এখানে অগ্নিসংযোগ করা সহজ,
সেখানে নির্বাপণ করতে হবে কেন?
যেখানে একমুঠো ভাতের দামে বিক্রি হয় দগদগে ক্ষত বিক্ষত ছাইভস্ম প্রাণ!
তুই কিনবি!
কত টাকায় কিনবি বল?
কত টাকায় কিনবি একেকটা দৃশ্যকাব্য মূল্যহীন প্রাণ?
এই চাষাভুষো হাড়হাবাতে নাঙ্গাভূখাদের জন্য বস্তাপঁচা বাতিল মালের গোডাউন থেকে ছুঁড়ে ফেল মুঠো মুঠো চাল আর পোকা ধোঁকা ধরা কিছু ডাল!
এদেশে কী শিখেছিস বাল!
এই বসুন্ধরা অনেক সুন্দর
অয় আবুইল,
তুই শুধু কিছু মাল ঢাল, মাল!
জুস আপছে আপ নিকলেগি
ক্যায়া নিকলেগি?
জুস নিকলেগি, জুস.....
°
°
°
জুস নিকলেগি
_____________ রশিদ ভাই।
দশ সাত একুশ