চাঁদের আলো বৃষ্টি হয়ে ঝরছে
দিওয়ানা মন তোমায় পেতে চাইছে
রাতটা যতই হোকনা গভীর
ঝরবে চাঁদের আলো
কিছুটা ভালোবেসো গো বন্ধু
আমিও বাসবো ভালো.....
চাঁদের আলোয় দেখেছি তোমায়
নিশুতি চাঁদনী রাতে
রাত পেরিয়ে ফুটেছে আলো
মিলেছে অবনী প্রাতে!
আজ ভালবাসার গল্পগুলো
লিখবো চাঁদের গায়
দূর থেকে চাঁদ ডাকছে জয়া
আয়রে কাছে আয়।।
°
°
°
_________ রশিদ ভাই।
চব্বিশ সাত একুশ