ধর্মের নামে হানাহানি
ধর্মের নামে স্বার্থোদ্বার
ধর্মের নামে রাজনীতি
এগুলো চলে না!
সুতরাং, বন্ধ কর।।
জয় শ্রীরাম
কিংবা আল্লাহু আকবর,
জন্মসূত্রে যে যা পেয়েছো
বলো, প্রাণ খুলে তা বলো!
এটাই তো স্বাধীনতা।।
একাত্তরে
কে হিন্দু কে মুসলিম
ভাবিনি সেদিন কেউ
ধর্মের ধোঁয়া তুলে যেদিন
ওরা গেয়েছিলো ঘেউঘেউ!
বাংলাদেশ
রক্তসূত্রে পেয়েছি পূণ্যভূমি
বাঙ্গালির শ্লোগান জয় বাংলা
ধুলো ক্ষেতে মুলো তুললে
কে রুখবে ওদের পাগলা?