জীবন,
তোর প্রতি বাঁকে আছি
নিজের মরণ পর্যন্ত 🤔
অথচ,
তোকে নিয়ে মেতে উঠি
মরণের চিঠি খুলি নাই!
যখন,
জীবন থেকে শুরু করি
মরণের পথ বেয়ে যাই।