পিনাকির আছে এক বিরাট কারখানা
কথার কাঁচামাল এনে বানায় বয়ানা
যা পায় সামনে, তা নিয়েই কাজ
হোক তা গুজব কিংবা নেহাতই লাজ

তার কথার মেশিন চলে দিনরাত
তেলহীন ইঞ্জিন, তবু চলে ঠিকঠাক
একবার চালু হলে থামে না আর
বিষয়বস্তু চাই না, শুধু বাড়ুক তর্কের ভার!

গল্পের ধান বানায় ১২ মন চালে
ফেসবুক-ইউটিউব তার বাজারের তালে
লোকজন দেখে, ভাবে "এতো মহাগুরু কালিদাস!"
আসলে সে নিজেই নিজের তুরুপের তাস!!

পিনাকি বলে, "আমিই বাঁচাই এ জাতি,
আমার ভিডিও দেখে পাবেন পরিত্রাণ পাতি"
তাঁর দাওয়াই: "আপনি কিছুই বুঝেন না,
বাকিটা জানতে ক্লিক দিন ঠিক এখানেই, না?"

পিনাকির ভাষায় সব কিছুই সহজ
পলিটিক্স, অর্থনীতি, প্রেম কিংবা রস
পাঁচ মিনিটে শেখায় বিশ্ব জয়ের কলা
"তোমরা বুঝলে না, আমিই তো বুদ্ধিজীবী হাল্লা"

তবু পিনাকির একটাই কামিয়াবি
সে সত্যিই জানে, কীভাবে মানুষ ধাঁধায় ফাঁসি
কারখানার চাকা ঘোরে দিন-বি-দিন
পিনাকির বানানো কথাই তার সংগীন!