দেশ ভাগ করো, ভাই, তাড়াতাড়ি করো,  
ধর্মের নামে লড়াই জমে উঠেছে,
কার আগে কে কারে ধরো!  
হিন্দু যাবে একদিকে, মুসলমান আরেক,  
খ্রিস্টান-বৌদ্ধ, জৈন-শিখ বলবে,
“আমরা তো আলাদা, এতেই কী লাভ একেক?”

ধর্মান্ধরা নাচছে, হাতে পতাকা নিয়ে,  
একটা দেশ চায় তারা, ঝগড়া-বিরোধ মিটিয়ে।  
“মার মুসলমান!” বলে হিন্দু,  
“মার হিন্দু!” বলে মুসলমান,  
বাকিরা দেখে হাসে, “বাহ! কী সুন্দর টানাটানি বান!”

বাবরি মসজিদ ভেঙে গড়েছ মন্দিরে,  
এবার নবী নিয়ে বাজে বকে বেশিরভাগেরে।  
নবী কি বলেছে, মারো সবাইকে?  
না কি বলেছে, ওঁম শান্তি করো পাষণ্ডদের দেখে?

এদিকে ধর্মান্ধদের ছড়িয়েছে বিষ,  
তারা তো দেশের থেকেও বড় করল কিসের অধিকার নিশ।  
একটা চুন চুন করে থাপ্পড় দিলে কী হবে তাদের?  
বড়জোর গাল ফুলবে, কিন্তু মাথায় লাগবে না আদর্শের হেরফের!

ভারত দেশ ভাগের দরকার, বেঁচে থাকবে ধর্ম,  
অন্ধদের পছন্দের রাস্তায় চলবে নিয়ম!  
ধর্ম যার যার, মানুষটা কারো নয়—  
এই পৃথিবীই হবে সুন্দর, মানুষ যদি মানুষ হয়!