তোমরা আলোতে আছো
আলোয় গা ভাসিয়ে খেলে যাচ্ছো—  
বিজয়ের হাওয়া ঘুরিয়ে
সাফল্যের মঞ্চে দাঁড়িয়ে।

তোমরা দেখো, সোনালী রাস্তায় চলা  
যেখানে লক্ষ্যের ধুলো উড়ছে
বিজয়ের পতাকা ওড়ানো
সবকিছু হিসেবী, সুচিন্তিত;
নতুন করে রচনা করো ইতিহাসের পাতা
কিন্তু, আমি দেখি আঘাতের চিহ্ন
যেখানে মানবতা নিঃশেষ হচ্ছে।

তোমরা পড়ছো রাজনীতির সিলেবাস
আলো ঝলমলে বাড়ির মাঝে
এদিকে আমি দেখছি অলিতে-গলিতে
মানুষের অশ্রুসজল চোখের বেদনা
শুধু সহ্য করেই জীবন কাটাচ্ছে।

তোমরা হিসেব করো
হিসেবই করো—  
কিন্তু আমি দেখি নিঃস্ব মানুষের পকেটে
যেখানে ভালোবাসা নেই
শুধু শূন্যতা ও শঙ্কা।  
এটা তোমাদের চেষ্টার ফল নয়
এটা এক পৃথিবীজুড়ে আঘাতের সৃষ্টি
যেখানে অযত্নে পড়ে থাকে পরাজয়ের ছবি।

তোমরা মেনে নিয়েছো শক্তির খেলা
কাঠামো আর কৌশলে আঁকা পথ
এদিকে আমি দেখছি  
মানুষের নামহীন কবর
শহীদ হওয়ার গল্প
নিঃশব্দ কান্না।  

তোমরা যদি বলো "দূরদর্শিতা",  
আমি বলি "ভুল দৃষ্টিভঙ্গি"—  
তোমরা দেখো উঁচু পাহাড়ের চূড়া
কিন্তু আমি দেখি মাটির নিচে  
গা ঢাকা দেয়া মৃত মানুষের রক্ত।  

তোমরা এত কিছু জানো—  
তবে আমি জানি
এ বিশ্ব এক খাঁচা
আর আমরা সবাই বন্দী
যাদের মুক্তির পথ বন্ধ।  

তোমরা বলো "এই তো সঠিক পথ",  
কিন্তু আমি বলি—  
"আমি একা,  
তোমাদের হিসেব-নিকেশের বাইরে
এভাবে শান্তি পাবো না।"