আমার মৃত্যু নেই!
আছে খোলসের আত্মাহুতি।
তাই বলছি-
আমায় খোলসহীন দেখে
একফোঁটাও অশ্রুপাত করো না
ভেবোনা-
হারিয়ে যাচ্ছি সীমাহীন অন্ধকারে।
জেনে রেখো -
আমি চলেছি সেখানেই,
যেখানে মিলেছে প্রকৃত প্রেম
যেখানে একবারমাত্র সূর্যোদয়,
সময়ঘড়িটাও থেমে যায়।
ওগো প্রিয়-
নিশ্চিন্তে চলে এসো
দেখা হবে সেখানেই;
যেখানে -
আমাদের মৃত্যু নেই।