বহুকাল ধরেই-
কন্ঠরুদ্ধ এবং শৃঙ্খলিত
আমাদের ভালবাসা;
সে-ও জানে, আমিও
অথচ, দুজনাই চুপচাপ
চোখে চোখে কথা হতো
প্রতিদিনই দেখা হতো
অনুভবে ছোঁয়া যেতো
___ কাছাকাছি আসা যেতো?
একদমই না! কক্ষনোই না!!
তবুও, ভালবাসি দুজনায়...
ওগো মোর প্রিয়া,
ভালবাসার কথা বলি
মনে মনে গেয়ে চলি
আই লাভ ইউ......!