আমি ফিরিশতা নই ___
মাটির তৈরি মানুষ মাত্র!
যার ভুল হয়, প্রায়শই ভুল হয়
আসলে __ ভুল করেই ভুল হয়ে যায়।
হামেশাই ভুলে যাই ____
এই নশ্বর পৃথিবী আমার নয়
সবার মতনই আমিও-
ক্ষণিকের অতিথি মাত্র!
এখানে সবাই একা, কেউ কারো নয়।
হায় রে__
আমার ভুলো মন
প্রায়শই ভুলে যায়
সানন্দ জন্ম যেমন আছে,
তেমনি নির্মম মৃত্যুও আছে!
নিরেট সত্যটাই ভুলে যায় বারবার।
আমি ভুলে যাই ___
তুমি ছাড়া কেউ নেই এপারওপার
অনন্তর, নিজেকেই ভুলে যাই শতবার;
জানি না - কেন ভুলে যাই?