আমি কিছুই জানি না,
কোন পকেটে বন্দুক, আর কোন পকেটে পতাকা—
রাখতে হয়,
তা বুঝে চলতে শিখেছি,
তাই আর দেশ দেখি না-পকেট দেখি।
আমি কিছুই জানি না,
গুম খুন ধর্ষণের খবর দেখি না,
শুধু দেখি থ্রিলার টাইপ রগরগে ওয়েব সিরিজ—
যেখানে সব হত্যা'ই আত্মহত্যা হয়ে যায়!
আমি কিছুই জানি না,
কে কার পেছনে ছুরি বসায়—
আমার জানার দরকার নেই,
আমার পেছনে যেন ঐ ছুরিটা না আসে—
এটাই আমার প্রার্থনা।
আমি কিছুই জানি না,
শুধু জানি যে—
সুসময়ে দেখাতে হয় দেশপ্রেম,
আর দুর্দিনে, চুপ থাকতে হয়!
আমি তো কিচ্ছু করিনি ভাই,
শুধু লাইক দিয়েছি, শেয়ার দিয়েছি,
আসলে কী শেয়ার করেছি, তা-ও জানি না,
ঐ সময় ট্রেন্ডে ছিল, তাই করেছি।
আমি তো দেশপ্রেমিক!
সত্যিই, আমি সাচ্চা দেশপ্রেমিক!!
পাঁচ টাকা ভর্তুকি গেলেও ছি-ছি করি,
কিন্তু পাঁচশো কোটি গিলে নিলেও— বলি,
“ওরা তো দোষ করে নাই, সুযোগ নিয়েছে মাত্র!”
আমি কিছুই জানি না,
আর জানতেও চাই না কোনকিছু,
তোমার বিপ্লব, তোমার সংস্কার, তোমার উন্নয়ন
এসবকিছু আমার টাইমলাইনের বাইরেই পড়ে থাক!
– আমি নিরীহ, আমি নিরব, আমি নিরুদ্দেশ...
শুধুমাত্র ভোটের দিনেই আমার দরজা খোলা থাকে;
সেদিনই এসে একবার কড়া নেড়ে যেও...