কবিতা
ভরা সানকি ভাত দেও
ভেষণ খিদা পাইছে
প্যাডের ভেত্রে মোচড় দিয়া কেমুন চিনচিন চিনচিন করতাছে
সেই সক্কালবেলায় মাস্টারের ব্যাডায় দুগাল মুড়ি আর লাল চা খাইতে দিছিলো
অহন বেলা গড়াগড়ি খায়, ছুঁচোয় ডন মারে
হেই চা-মুড়ি কৈ হারায় গেছে কে জানে?

কবিতা
চাইরডা ভাত দেও
আলু পোড়া কচু ভর্তা কিম্বা দুইডা মরিচ পেঁয়াজ দিয়াই চালায়া লমুনে
প্যাডডা জ্বলে;
আগ্নেগিরির অগ্নুৎপাত হানে লেগানেসের বিপক্ষে
মাথাডা বনবন বনবন কইরা ঘুরতাছে
মাথার ভেত্রে লাডিম-টাডিম কিছিমের কিছু আছে বইলা ইদানিং ভেষণ সন্দ হইতাছে
নইলে কও, এম্নে ঘুরে ক্যাম্নে?
পরীক্ষা কইরা দেখচি,
চাইরডা দানা-পানি পড়লে এর ঘুরান্টিডা খতম করা যায়...
কবিতা
অহন দেও, চাইরডা ভাত দেও...