বাজারেতে লাগছে আগুন
দুশো টাকা ধারায় বেগুন
শরতের দিন
বেজায় খিদে
জ্বলছে পেটে আদা'য় মিটে?

কাগু, বনবনিয়ে ঘুরছে মাথা
খিদের জ্বালায় বলছি যা-তা!

তেলের দামটা কত জানো?
মুলোর দামটাও বেশ!
হাই প্রেশার আর ডায়বেটিসে
জীবন হৈলো শেষ!!


°
°
°

________ রশিদ ভাই।
ষোলো দশ একুশ