#
মির্জাপুরের মির্জাবাবু
বিরোধীদলের নেতা
নির্বাচনী ইশতেহার
সাড়েচুয়াত্তুর পাতা!
প্রতিশ্রুতির রঙিন বেলুন
উড়ছে হাওয়ায় হাওয়ায়
নদীপথে উড়ালসেতু
তিস্তা কিংবা মাওয়ায়!
বলছে এবার বিয়েরডালা
সাজবে যখন যার
দেবেন তিনি টাকাকড়ি
সাথে মোহন মতির হার!
বয়স যদি যায় পেরিয়ে
না হয় চাকরিবাকরি
বয়স নামক ফ্রেম সরিয়ে
মিলিয়ে দেবেন নোকরি!
শিক্ষিত কোনো বেকার যুবক
থাকবে না আর ঘরে
দেবেন তিনি বেকারভাতা
পকেট ভর্তি করে!
ভোটের আগে নেতা মশায়
খাওয়ান মণ্ডামিঠাই লিচু
ভোটের পরে চেনে না আমায়
খাওয়ায় হাওয়াই কচুঘেঁচু!
একদা একদশকব্যাপী
দেখেছি নেতার কাম
পাগলে কী না বলে বাপী!
ছাগলের কত দাম?