হোতা মিয়ার ভোঁতা ছেলে
তোতা মিয়ার গুঁতো খেলে
ঘর দুয়ার মাড়িয়ে
দেশ ছেড়ে পালিয়ে
বিদেশে গড়েছে বাড়িঘর!

তারও কিছু চ্যালা ছিলো
সাঙ্গপাঙ্গ রঙ্গ ছিলো
ব্যঙ্গাত্মক উপমা ছিলো
উড়ে জুড়ে হুট করে
নেতা সেজে মাঠে ছিলো!

হুট করে কী হলো?
হাইব্রিডের উৎপত্তি  হলে  
ফুল ফসলে ভরে গেল!
ভ্রমরের মেলা বসে
মধুখালি উজার হলো!

হোতা মিয়া পোঁতা ছেড়ে
বিদেশ গিয়া গান ধরে
"আর কি যাওয়া হবে রে...
প্রিয় তিস্তা নদীর তীরে
আসবো কি আবার ফিরে?
তিস্তার ঐ বালুচরে …"

ভোঁতা কয় সুরে সুরে
"গাইতে পারিনা ভুল করে
ফিরে গেলে জুতো মারে
কইও না কইও না বাবা রে..."

"এভাবেই চলে দিন
হোতা কাঁদে রাতদিন"