কৃষকের ছেলেটা কৃষক হতে চায় না!
ডাক্তারের ছেলেটাও ডাক্তার হয় না!
নায়ক জসিমের ছেলেটাও নায়ক হয় নাই!
কিন্তু, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হতে চায়,
এমপির ছেলেরা এমপি হতে চায়! কেন চায়?
এ প্রশ্নের উত্তরে মেছের আলী কয়:
"মদুয়াছে গো মদুয়াছে"
মানে, মধু আছে .....
°
°
°
মধু আছে!