সমালোচিত লেখিকার নাম প্রীতি
তিনি লিখেছেন শোবার ঘরের স্মৃতি!
কার সাথে কবে শুয়েছে ক'বার?
কে কবে কী বলেছে?
স্মৃতির পাতা হাতড়ে প্রীতি সে-সব কথাই লিখেছে
এই নিয়ে বেশ তালগোল, পেকেছে বইয়ের মেলায়
এ কোন পথে সোনার স্বদেশ? যাচ্ছে অবলীলায়!
একুশ মানে শহীদ স্মরণ ভাষার মাসের দেশে
সেই দেশেতে চেতনারহিত যাচ্ছি নিরুদ্দেশে!
শুয়েছি আমি শুয়েছো তুমি
দোষ কী হয়েছে শুনি?
ভাইরালের এই যুগে মামু
যে-ই শোবে সে'ই গুণী!