"ঘরটা পেতে লাগছে মোটে
               তিন কুড়িতে ষাট!
          দেবার কতা ছিলো ফ্রিতে
               খরচা আছে but!"

দশ দশেতে একশো হৈলে
দশ শতকে হাজার
তোঁরা এতো খাইতে পারেন!
ও বাহে.....
         কোন্ঠে করেন বাজার?
ষাট মানে কি?
but মানে কি?
কিচুই বুইচ্চি নাতো চ্যাট!
একনা কতা বুইচ্চি বাহে
তোমার হাঁটুয়া থাকি প্যাট!
এক কুড়িতে হাজার কুড়ি
তিন কুড়িতে ষাট
অক্তচোষা চাম বাদুড়ে
সাজিয়া আইচ্চে লাট!

মোর
জমিনে গৃহ ঘরটা দেলো
শ্যাখের বেটি হাচিনা
চটি বিছিয়া ফান পাতিচে
লাটের জ্বালায় আর বাঁচি না!

°
°
°
[রংপুরের আঞ্চলিক ভাষায় রচিত লেখাটির কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে কি? হলে জানাবেন। ধন্যবাদ ]



জমিনে গৃহ
______ রশিদ ভাই।
তেইশ এক একুশ