তখন স্কুলে পড়ি...
বাল্যবন্ধু হিতেন এর সাথে ধর্ম নিয়ে তর্কে জড়িয়ে পড়েছিলাম।
আল্লাহ নাকি ভগবান?
ভগবান নাকি আল্লাহ?
কে সত্য?
প্রাণহীন মূর্তির পূজা কেন করতে হবে?
যা কিনা মানুষেরই সৃষ্টি! এটা শিরক!
অদেখা বিষয়ে কীভাবে বিশ্বাস করি?
কোথায় আছে তিনি, কেউ তাকে দেখেছে?
দু'জনই যারযার পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত ধর্মগ্রন্থের আলোকে যুক্তিতর্ক উপস্থাপন করতে থাকি এবং লোকাচার ও সংস্কৃতির মাধ্যমে আমাদেরকে যাকিছু বিশ্বাস করানো হয়েছে দু'জনই সেই সকল বিশ্বাসে অটল থাকলাম। একপর্যায়ে অমীমাংসিত বা অসম্পূর্ণ অবস্থায় সেদিনের তর্ক সমাপ্ত হয়। কেননা, কেউই নিজেদের সৃষ্টিকর্তার অস্তিত্বে অকাট্য প্রমাণ দিতে পারি নাই! 😢
যাইহোক, পরবর্তীতে আর কখনোই আমাদের মধ্যে ধর্মীয় কোনো ব্যাপারে কোনপ্রকার আলোচনা হয় নাই।
আমরা
সেদিন বিশ্বাস করতাম
আমরা
আজও বিশ্বাস করি
আমরা
প্রতিদিনই নতুন কিছুতে বিশ্বাস করতে শিখি
আমরা
পরস্পরের বিশ্বাসকে প্রশ্ন করি এবং উত্তর খুঁজি
আমরা
অনেক খুঁজেও স্বপক্ষে অকাট্য প্রমাণ পাইনি
আমরা
পরস্পরের বিশ্বাসকে বিশ্বাস করতেই বলছি
আমরা
নিজের বিশ্বাস কারোর ঘাড়ে চাপিয়ে দেই নি
:
:
[হিতেন:ছদ্মনাম]