কখন যে কী বলছে ওরা
নিজেই যাচ্ছে ভুলে
বোকা বাঙ্গালির এই ভুলোমন
সিঁকেয় রাখছে তুলে!

শাক দিয়ে মাছ যায় না ঢাকা!
সত্য প্রকাশ পাবেই!
যার রিযিকে আছে মাছভাত
সে ঘরে বসেই খাবে!

কত স্বপন দেখিছিনু হায়
বুকেরই রক্ত দিয়া
এখন দেখি মেটিকুলাসি
আবেগে খাইছি ধরা!

স্বাধীনতার ঐ শৌর্যবীর্য
যারা দিতে চায় মুছে
বীর বাঙ্গালি উঠলে জেগে
ওরা হারিয়ে যাবে পিছে!

ত্রিশ লক্ষ প্রাণের দামে
কিনেছি স্বাধীনতা
দুলক্ষ বোন বীরাঙ্গনা
হারিয়েছে শ্লীলতা!

পাকি বীর্যের প্রেতাত্মারা
হও হুশিয়ার সাবধান
বাংলাদেশের এই মাটিতে
বাঁচেনি তোদের বাপ জান

ইতিহাস কি যায় মুছে ফেলা
কেন তবে এই ঘৃণ্য অপচেষ্টা?
সবুজ শ্যামল মাটির বুকে
আবার জাগবে রক্ত মরণ তেষ্টা?

যা রে থেমে যা ভুলের পথিক
বাড়াস নে আর পা
খাঁচার মধ্যে বাঁচার আশায়
মাড়াস নে মরণ ঘা!