একটি স্বর্গীয় প্রেম
অকালেই স্বর্গলাভ করে!
মানে?
দুজনাই দূরে চলে যায়
এখন?
দু'জনার মনে পড়ে যখনতখন
ওরা কখনোই জানতো না
এই মর্ত্যলোকের প্রেম
এতটা কষ্ট বাড়ায়!
বহুদিন পরে
আবারও দেখা হলো দু'জনার
কতশত স্মৃতির পাতা হাতড়ে
স্বপ্নলোকে ডানা মেলে উড়ে যায়
নীড়ে ফেরা কপোত-কপোতী!
স্বপ্নভঙ্গ হলে
কন্যাটি বলে:
"চাইলেই পারিনা,
সবকিছু ছিঁড়ে ছুঁড়ে"
আমি বলি:
"জীবনও তো একটাই
এ জীবনে, তোমাকে চাই"
স্বর্গত প্রেম প্রণয়
শুধু কষ্টই বাড়ায় 💔