সেকালে খালি চোখে চাঁদ দেখে সিয়াম হতো,
একালে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না!
অথচ প্রতিবছরই বসে, চাঁদেরহাট!!!

আসল ব্যাপার কিন্তু এইখানে....
আজকে পর্যন্ত তাদের অনুসরণ করে রোজা করছি
তবুও তো নিজেদের পথেই হাঁটছি! হাঁটছি কি?
আদাত বেদাত হালাল হারাম জান্নাত জাহান্নাম
যাখুশি তা-ই করি, স্ব কর্মে ধর্ম আছে কি?
ও মন, আমার এ মননে খোঁজো কী?

জানি জানি, তুমি আছো, ভালোই আছো
এ-ও জানি, "আমি প্রতিজ্ঞাবদ্ধ, তুমিও;
নিশ্চয়ই, তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম কর না।"

°
°
°

মন ও মনন