সাগর থেকে এক বালতি জল,
তাও আবার নোনাজল!
নিয়ে যায়! যাক, নিয়েই যাক!
কিন্তু! এটা কি করে মেনে নেবো?
এ যে আমারই নাড়ী ছেঁড়া ধন!
আমার দুহিতা!
আপনার কাছে পাঠিয়েছিলাম - শিক্ষা নিতে
আর আপনি এটা কি করলেন?
মেয়েকে যার কাছে শিক্ষা নিতে পাঠালাম সেই- শিক্ষকই কিনা!
ছিঃ পরিমল বাবু, এ কি করলেন?
--
সাংবাদিক বাবুরা শুনেছেন!
আমার হৈমন্তীকে নষ্ট করেছে!
-
ভীষণ সাহস পেলাম বাবু!
শয়তানটার বিচার হবে!
-
এ কি!  কিছু বলছেন না কেন?
বাবু আপনিই তো বলেছিলেন, শয়তানের পর্দা ফাস করবেন! আর আজ কদিন যেতে না যেতেই -একি বলছেন!!
কিসের ভয়ে বাবু!
কোন স্বার্থে জয়ধরকে এড়িয়ে যাচ্ছেন?
তবে কি বুঝব! আপনি.................
ছিঃ বাবু, মরে যাই, লজ্জায় নয়! দু:খে মরে যাই!!-
-
ফিরে গেলাম বাবু, তবে একটা কথা বলেই যাই -
আপনার বিলাসীও কিন্তু বড় হয়েছে!
ওই পরিমলের কাছেইতো পড়তে পাঠাবেন!
সেইদিন বুঝবেন বাবু!
সেইদিন বুঝবেন ....!

১৯:৫৬/১৯.৯.২০১৭