জ্ঞানবৃক্ষ-লতাপাতা!
যেতি মিলেই না! হেতি লমু কী?
পোরথমের ফাস্টেই কংস ভয়!
অরে মিলান করাডাই মারাত্মক প্যারা!
তয়, দিলের প্যারাডাই যহন আসল প্যারা-
তহন দিলখুশ করণে- এরেওরে ধইরা মাল কড়ি ছাইড়া গলদঘর্ম হইয়া যদিওবা কালেভদ্রে তার দেখা মেলে!
পরন্তে বসবারই জায়গা নাই, দেখি চারিধারে কংস ম্যালা!

কী আর করা! কী আর করা? অগইত্যা-
ফাকেফুকে সন্ধ্যাকালে চিপাচাপা আবডালে -
কুটেবেছে দলাইমলাই অন্তে ভরে দিই পুরোদম।
শ্যাষম্যাশ,
ইতিউতি নয়নে চোরচোর বদনে জ্ঞানশোধন..!
উদোম শরীর গলাফাড়া সুরে কয়-
"সাধুসঙ্গ মহা সঙ্গ ওওরে সঙ্গমেরও ওপারে-
দিলেরঙ্গ জাগাওরে মনাই - শরীরের ধার কে ধারে...?"

শ্যাষকালে মনেঅয়-
সবকিছুই হ্যাষফটিং! হ্যাষফটিং..!
তদন্তে মিলায় সত্যতা -
যে ভুঁয়ে আছি রে দা!
শোধনান্তে লালন গাবি!
রবী নজরুল আজাদি হবি?
জ্ঞানের ঝাঁপ্পি খুইল্যা নিবি?
এরাম কুনো উপায়ান্তর নাই!!

দমের খেলায় মাতোয়ারা জগৎ এইদিকে রায় মেলে,
ওইদিকে, গুণকবি ভাইবা মরে- এই বুঝি কংস ধরে..!