পৃথিবী,
তুমি আমায় যা যা দেখালে, শোনালে এবং বোঝালে,
তাতে আমি দুঃখের আকাশে জ্বলজ্বল করতে পারি;
আমার সবই দেখা, শোনা এবং বোঝা হয়ে গেছে!
আর তাই-
কোনকিছুকে হারানোর দুঃখ,
আজকাল অনুভব করি না!
হয়তো দুঃখের পরেই সুখ আছে
অবশ্য-
কখনো কখনো ক্ষণস্থায়ী সুখ অনুভূত হয়,
তখন,
নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয়!
আমরা মানুষ,
সারাটাজীবন সুখের পেছনে ছুটি
অথচ সুখের দেখা মেলে না,
বহুল আকাঙ্ক্ষিত যেই সুখ- সেই সুখ
ছনের ঘর কিংবা রাজপ্রাসাদে বাস করে না!
তাহলে, কোথায় বাস করে?
কোথায় সুখ? কীসে;
কেউ কি জানি?
-নাহ, কেউ জানি না!
তবুও,
নিরলসভাবে ছুটছি,
ছুটছি তো ছুটছিই-
একটুখানি সুখের খোঁজে!
সুখ, সুখ কী রে?
সুখ একটা মরীচিকার নাম!
পৃথিবী,
তোমার এখানে কেউ সুখী নয়।
তবুও করে, কী করে? অভিনয়!
অভিনয়? এ-তো সবাই জানে।
কোথাও পড়েছিলাম ____
" দুঃখে যাদের জীবন গড়া
তাদের আবার দুঃখ কী রে? "