গোল গোল গোল
ওরে ভাই ভীষণ গণ্ডগোল!
থলের বেড়াল বেরিয়ে গেছে
তোরা দে পিটিয়ে ঢোল।।
সুশীল বাবু বলছে কথা
যেন ফিতা দিয়ে মাপা
সত্যের মুখ বন্ধ করতে
ও মশায় দিচ্ছে ধামাচাপা।।
টাকাকড়ি দিয়া মশাই
সবার বন্ধ করছে মুখ
বিবেকবুদ্ধি বিকিয়ে দিয়ে
প্রতিদিন নিয়েছে আদিম সুখ।।
বিবেক বুদ্ধি শিক্ষাদীক্ষা
আসলো কি আর কাজে!
দিনশেষে জানল সবাই
সুশীল লম্পটশ্রেষ্ঠ বাজে।।
সুশীল বাবুর কুশীল কান্ড
জানতে কার আর বাকি,
জ্ঞানের কপাট বন্ধ করে
বাবু দিয়ে যাচ্ছিল ফাঁকি!!
সবার মুখে একই কথা
সুশীল আস্ত একটা ভন্ড
ছাত্র জনতা এক হয়ে
ব্যাটার গলায় ঝুলাও দন্ড।।