বাইসাব,
অহন লেতারাই লেতা বানায়
পাব্লিকের আর টাইম নাইক্কা!
ধুরো মিয়া,
কী কও না কও হাগলে কামড়াইচে নি?
পইপই কইরা গুইনা গুইনা ভুট বুইজ্জা নিমু
ফাইজলামি পাইছাও?
পাব্লিকের লেতা পাব্লিকের ভুটেই নিব্বাচিত হইবো
তোমাগের ঐ ভুংভাং লেমিনেশন কিইচ্ছা বাদ দ্যাও!
তাইলে বাইসাব,
আপনে লেতার বাইরে যাইবেন?
লেতায় আপ্নেরে কশ্মিনে না মাফ কইরবো!
কুড়োলের ডান্ডি ভাইঙ্গা নিজের ঠ্যাং নিজেই কাটি ফেইলবেন নাকি!
হুনেন মিয়া,
উইপচা পড়া ত্যালবাজেগো দিন শ্যাষ,
অহন ত্যাগী লেতাগের বাংলাদেশ...!
নেত্রী কী কইচে হুনেন নাই?!
হুনেন, হুইনা বুইজ্জা কতা কন,
আরও হুনেন, অহন...
আমগো লেতাও চায় ত্যাগী লুকেরাই লেতা হইক
হ্যায় জানে, কুনডা কামের আর কুনডা আকামের!
°
°
°
ফাও প্যাঁচাল!