সোনার বাংলায় সোনার পাঠশালা
খাতায়-কলমে পড়ে হীরে-মাণিকজোড়া
শিক্ষার দৌড়ে মোদের সব্বাই সেরা
জ্ঞান? ওহ, সেটা তো মুখস্থ করা!
ডাক্তার পড়েছে ইতিহাসের পাতা
ফিজিক্স পড়ে ব্যাংকার গুনছে টাকা
ইঞ্জিনিয়ারিংয়ের ছেলেটি অফিসার হয়,
অভিজ্ঞতা? থাক, এমসিকিউই সব লয়!
শিক্ষক নিয়োগ, সে তো এক মজার খেলা
পাশ করলে এমসিকিউ, তুমি গুরুর ঢেলা
বাচ্চাদের শেখাও, "হাতে-কলমে নয়,
বই মুখস্থ করো, জীবন, তবেই সম্মানময়।"
কৃষক পড়ে না বই, তাই সে গণ্ডমূর্খ,
ব্যাংকার জানে না ক্যালকুলাসের ফর্মুলা!
মাঠে ফসল নয়, তুলে আনছি বিষ,
অন্তরে শিক্ষা বোঝাই, দিচ্ছি নিঃশব্দ শ্লেষ।
মস্তিষ্ক শূন্য, পেটে পুষ্টির পাচার নয়,
খাবার খাচ্ছি, ক্যালরি? সেও-তো শুধুই এক ভয়
কৃষক জানে না ক’টা সার দিলে ফসল হবে ভালো,
সিন্ডিকেট'র বস, বাজার চালায়, ঢাল-তলোয়ার কালো।
আইন? সে তো কেবল সাদা কাগজের গল্প
ন্যায়বিচারের প্রতীক্ষায় থমকে থাকে সব বল্গা
শাসন যদি চলে শেকড়বিহীন বৃক্ষের মতো
শিক্ষা যেন বানের জলে ভেসে যাওয়া শিলাখণ্ড।
হাসো, হে সোনার বাংলার সোনার পাঠশালা
বিপরীতে দাঁড়িয়ে আছি, দেখি তোমার খেলা!
আলোর খোঁজে অন্ধকারে ঘুরছে প্রিয় জাতি,
মুখস্থ বিদ্যার ফাঁকে লুকিয়ে থাকে নাটকীয় সাঁতি।