দেশটা আজ হুমকির সম্মুখীন,
নেতারা যে পথে চলছে, গহীন অন্ধকারে সে পথ বিছিন্ন
সবাই রোজ স্বপ্ন দেখায়—
অপরের হাতে শেকল ছুঁড়ে দেয়, অথচ নিজের কাঁধে তুলে নেয় না।
পত্রিকার খবর, যেন এক দুঃখের গীতি
স্বার্থের তরীতে দানবের দল চড়ে,
তাদের অনেক সম্পদ জমেছে, কিন্তু দেশ তো ধ্বংসের দিকে যাচ্ছে—
এদেশে আমরা সবাই মোড়ল, কিন্তু কেউ দেশের কথা ভাবি না!