"হে জগদ্বিধাতা ঈশ্বর, আপনাকে বিশেষ প্রয়োজন, বার্তাখানি হস্তগত হওয়া মাত্রই ধরাতলে যাত্রা করুন!"
লিখিত পত্রখানি প্রেরণের নিমিত্ত প্রাপকের ঠিকানা জানা আবশ্যক হইলে জুগুপ্সার জন্ম হয়।
আচ্ছা মহামহিম, আপনি কি এখনো সেখানেই আছেন?
যেখানে- ঐ সূদুর নীহারিকার টিমটিমে আলোর ধার,
অথবা, অনাদি মহাবিশ্বের কোনো অজানা আরশের পর-
যার খানিক বাদেই গোগ্রাসে গিলছে দলাদলা অন্ধকার!!
না-কি তার আশেপাশেই বা অন্যকোথাও সুবিধামতো বদলেছেন আপন অধীষ্ঠান?
সে যাইহোক, আগাগোড়া ভাঙাচোরা নিয়ে যেখানেই থাকুন আর যেভাবেই থাকুন- আমি কেন ভুলে যাই?
আপনি মহামহিম, জ্ঞানের আধার-নৈঋতে সর্বশ্রেষ্ঠ শ্রোতা! অলৌকিক দুনিয়ার জানা-অজানা, সন্দেহ-সংশয়, বিশ্বাস-অবিশ্বাসের দোলায় অবিরাম দুলতে থাকা সুখপতি মহেশ্বর!
তথাপি - অন্ততঃ একবার,
অন্তত এইবার নেবে আসুন ধরাতলে,
আপনাকে বিশেষ প্রয়োজন।।
পৃথিবীজুড়ে অগুনিত মানুষের অনাকাঙ্ক্ষিত মৃত্যু, অসহায় আর্তনাদ, জ্বলন্ত উনুন! এতসব অন্যায়-উৎপীড়ণ দেখেও কি আপনার বুক এতটুকু কাঁপে না?
জেনেছি -
আপনি সর্বশক্তিমান, একচ্ছত্র নিয়ন্ত্রণকারী!
তবে আসুন, ধরাতলে আপনার বিশেষ প্রয়োজন।
___________ ইবনে মিজান
২৮ জুলাই, ২০১৯ খ্রিস্টাব্দ।