কে আছে এদেশে?
করে দিবে সব ঠিক!
জঞ্জালে জঞ্জাল ভরে গেছে চারিদিক!
আছে কেউ রাতারাতি?
গড়ে দিবে বসতি-
আগামীর স্বপ্নেরা ঘুম ঘোরে ডাকাতি!
কী হবে বিধান দিয়ে?
যেখানে বিচার নাই!
ধর্মের বাণী পাঠ দূরছাই দূরছাই!!
বিদ্রোহী কবি পেলে
গলাটিপে মারা যায়
টাকা আর ক্ষমতায় সবকিছু করা যায়!!
মেরে দাও মেরে দাও
বেঁচে থেকে লাভ নেই
কাপুরুষে ব্যর্থ নীল আকাশ পুড়ে ছাই!
যাক যাক সবই যাক
বলে আর লাভ কী?
যা খুশি করে যাক আমাদের নেতাজি!
কথা আর কাজে ভাই
কারো কোনো মিল নাই!
বিবেকের তাড়নায় গলা ফেড়ে চিল্লাই!
_____√ ইবনে মিজান
জুলাই ১০, ২০১৯ খ্রিস্টাব্দ।