রাজার অন্যায়াচরণ মেনে নেয়াটাই দাসত্ব!
এই দাসত্বপ্রথা থেকে মুক্তি চাই।
রাজা উজির সভাসদ সকলের জবাবদিহিতা নেই!
যদি সেসব নাই'ই থাকে-
তবে আমায় চিরতরে দাস বানিয়ে রাখো,
কিন্তু স্বাধীন স্বাধীন বলে প্রহসন কর না!
জেনে রেখো - রক্তদান আর জীবনদান এককথা নয়
বিশ্ব মানচিত্রে মাটির ঠাঁই হলেই মানুষ স্বাধীন নয়!!
স্বাধীন দেশে স্বাধীন মানুষ চাই।।
গণতন্ত্রের চাষাবাদক্ষেত্র বঙ্গদেশে গণতন্ত্র আসে নি!
ক্ষমতাবানের হাতে কুক্ষিগত সত্যবানের কণ্ঠস্বর!
গনতন্ত্রের চর্চাক্ষেত্র আজ চারণভূমিতে পরিণত!
তখন মুক্তকন্ঠে বলতে চাই- গণতন্ত্র মুক্তি পাক।
তোমরা অসাম্প্রদায়িকতার কথা বলো, অথচ
পবিত্র সংবিধানের শুরুতেই বিসমিল্লাহ্!
রাষ্ট্রধর্ম ইসলাম, ধর্মভিত্তিক রাজনীতিটাও সচল
এই জাতীয় দ্বিমুখীতা মানতে পারি না!
স্বাধিকার আদায়ের সংগ্রামকালে আমার ধর্ম-বর্ণে ভেদাভেদ খুঁজি নি!
ধর্ম বর্ণ নির্বিশেষে আস্তিক নাস্তিক সকলের এই দেশ!
আমার দেশ বাংলাদেশ,
দেশপ্রেম আমার নাগরিক ধর্ম
আমার একটাই ভাষা
একটাই জাত - আমি বাঙ্গালী
আমার একটাই নীতি- একটাই দল
একটাই পরিচয় 'আমি বাংলাদেশী"
যার জনকের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আমাকে সাম্যবাদ, গণতন্ত্র, সুশাসন আর অর্থনৈতিক মুক্তি দাও
তবে বিদ্রোহী নয়, বাংলা মা'য়ের প্রজা হয়ে থাকতে চাই আজীবন;
কিন্তু স্বাধীন স্বাধীন স্বাধীন বলে আর কখনো প্রহসন করো না!
কেননা -
এই মাটিতে জাতির জনক ঘুমায়
ত্রিশলাখ শহীদ, দু'লক্ষ বীরাঙ্গনা ঘুমায়
তাঁদের আত্মা শান্তি চায়
ওদের আত্মার শান্তি দাও।।