কেন তারা আমার ধর্মীয় উৎসবে শামিল হয় না?
তারা শামিল হয় না কারণ,
আমি তাদের উৎসবে শামিল হই না!
কদাচিৎ...
আমি তাদের উৎসবে শামিল হই
তারাও আমার উৎসবে শামিল হয়
তারা যার পূজা করে
আমি তার পূজা করি না
আমি যার ইবাদত করি
তারা তার ইবাদত করে না
আমি বা সে...
কেউই কোনো ধর্ম নিয়ে আসিনি!
বিশ্বাস নিয়ে কি চলে বাড়াবাড়ি?
যে যার বিশ্বাস নিয়ে মিলেমিশে থাকি
ধর্ম... আমরা সবাই মানুষ
উত্তরাধিকার সূত্রে পেয়েছি...
উত্তরাধিকার।।