ও ভাইজান, হামার কতা কওয়ায় দোষ!
উচিৎ কতা শুনলে চাজি করিয়া ওঠে ফোঁস!
ভাগোত পোয়া তিনেক মাটি
জবরদখল কইরচে চাজি
চাবার গেইলে কতায় শোনে না!!
হাতে পায়ে মাখে ত্যাল
নাড়িয়া মাথাত ভাঙ্গে ব্যাল
গাইগরু আর পোয়াল পুঞ্জ
কাড়িয়া নিছে শয়তানের পুত
চাজির সামনোত কতায় চলে না!
চাচিরও হাতোত খ্যামতা ম্যালা
এক কুড়ি দুই হালি চ্যালা
সোগারে উপরত হামার চাচি
নাম্বার ওয়ান ভদ্র পাজি
চাচির আগোত কাওয়ে টেকে না!
হামরা কি আর করমো বাহে?
চুপ করিয়া থাকায় নাগে
কইলে কতা কাল্লায় থাইকপে না!
চাচা চাচি এমন পাজি
কেমন করি হামরা বাঁচি
হামার যে আর বাঁচায় হওচে না!!