লোভের তরে গেন্দু মিয়া
হইলে ন্যাতার চামচা
চামচা লিডার হৈতে গিয়া
বেইচ্চা দিলেন গামছা!
গামছা বেচে পাইলে তিনি
মোটের উপর কুড়ি
সেই কুড়িতে কিইন্না নিলেন
দো-ধারি এক ছুরি!!
সেই ছুরিতে গেন্দু লিডার
নিত্যই মারে শান
সুযোগ খুঁজে কখন ন্যাতার
কাইড়া নেবে জান!!!
জানের চেয়ে প্রিয় ন্যাতার
সরকারের ঐ গদি
মরার আগে খায়েশ তাহার
"দ্যাশটা বেইচ্চা যেতেম যদি!"
মৈলে ন্যাতা গেন্দু মিয়া
হৈবে দ্যাশের ন্যাতা!
প্রশ্নে বিভোর মনু মিয়া
কবে খুলবে তোগের মাথা?