কুমোরের ঘরে মাটির পুতুল
জানে না সে কেমন হবে শেষ আকৃতি
গড়তে গড়তে কুমোর তারে বলে
"আমি তোমার স্রষ্টা, তুমি জানো কি?"

পুতুল ভাবে, "আমার হাত আমারই হবে
মাথাটা তো বাঁচে কেবল নিজেরই তরে"
হেসে কুমোর বলে, "ওরে বোকা,
তোর চিন্তাটাই যে আমার ইচ্ছায় ফেরে"

মাঠে নামে কৃষক, বীজ ছড়ায় হাতে
ফসলের আশা মনে, স্বপ্ন কুড়ায় রাতে
বৃষ্টি এসে ফিসফিসিয়ে বলে,
"তোর ভাবনায় আমি কতটুকু আছি, জানিস?"

বীজ ফেটে গাছ হয়, আকাশ চেয়ে বলে
"আমার নিজের হাতেই ধরা সব খেলা"
মেঘ হেসে ঝরে পড়ে মাটির বুকে,
"তোর পানিই তো আমি দিলাম ভরে"

পুতুল, বীজ, গাছের এ খেলা
জানি না কিছু, মাটির সংসার হেলাফেলা
তবু সবাই ভাবি, "আমি নিজেই একটা পথ,
আমার জীবনের নিয়ন্ত্রণ, সে-তো আমারই হাত!"

আসলে কি, তা বোঝে না কেউ
অন্তরে থাকে শুধু কুমোরের ঢেউ;
এই খেলাঘরে কুমোরই সব করে,
তবু সবার মুখে "আমিই সব" আজব খেলা চলে।

এ খেলায় আল্লাহ চায় না কিছুই
তবু চায়, বান্দা তারে বুঝুক মনে দুঃখ নাই
"এই পৃথিবী, তোর আমার খেলার পুতুল,
তুই শুধু তোর কুমোরের দিকে ফিরিস।"