পেশা বা যোগ্যতায়
তিনি যে অবস্থানেই থাকুক
যিনি বাংলা মায়ের 'সূর্য সন্তান'
তাকে নিয়ে এভাবে ভাবা উচিত নয়
এ ভাবনাটা বিপদজনক!
এই বিপদজনক শব্দটা সতর্কবার্তা নয়, পরিণতি!
ওরে বাহাদুর....
তিনি যদু মদু কদু নন
একজন বীর মুক্তিযোদ্ধা;
তাঁকে অপমানিত করলে....
স্বাধীনতা পরিবার চুপ থাকবে?
প্রিয় ভস্ম ভূতনাথ
কান চিমটে মনে রেখো
ললাটে কপাট খোলে না!
তাকে জড়িয়ে ভুলভাল
ভুলেও ভেবো না!!!
কেন ভুলে যাও?
ঘরে আগুন লাগিয়ে সুপুত্তুর সাজা যায়
কিন্তু, প্রকৃত সন্তান হওয়া যায় না।
সময়ে ক্ষমা চেয়ে নাও
সুপুত্তুর নয় সন্তান হয়ে ওঠো
এতেই পরিবারের মঙ্গল .......
°
°
°
স্বাধীনতা পরিবার
_________________ রশিদ ভাই।
আঠারো আট একুশ
শেষের পরের কথা.....
আঁতেলেকচুয়াল তেলবাজদের অতিরঞ্জন গা ঘিনঘিন করায়। এরা বাপের অপমানে গর্জে উঠতে কার অনুমতি চায়?