কানকথাটা শোনেন তিনি
শুনতে পেলেই মারেন লাফ
তাদের প্রতি বেজায় খুশি
যারাই তাকে ডাকেন বাপ!
বাপ ডাকিয়া টন্ডু মন্ডু
সবাই যখন বিষের সাপ
ওঝা হইয়া তিনিই তখন
সকল সাপের ভাঙ্গেন দাঁত!
দাঁতের উপর দাঁত চাপিয়া
ওঝা মশাই হাসেন খুব
কথায় কথায় বাপ ডাকিয়া
টন্ডু মন্ডু থাকেন চুপ!
চুপ থাকাতে ভণ্ড ওঝা
দেখান তাহার কামেল রূপ
রূপের সাথে গুণের বোঝা
সাপের রাজাও থাকেন চুপ!