একটিও বাঘ নাই বনে আজ
বনের রাজা এখন শেয়াল
সবার রুটি ভাগ করে দেয়
মোদের রাখছে ভীষণ খেয়াল।
শেয়াল রাজের সাচ্চা শাসন
এখানে হয় না কোন অন্যায়
হুক্কাহুয়া ডাক শুনে তার
হাতিটারও যেন প্রাণ যায়!
পক্ষীরাজের কাউয়া রানী
প্রজাকুলে ভারী শেয়াল
মৎস্য রাজ্যে ইলিশ রানী
রাজা কেন তার বোয়াল?