কেউ প্রতিবাদ করি নি সেদিন
           কার মাথা ছিলো ক'টা ঘাড়ে?
           ছাপোষা আমি- কিছুটা বেদীন
           যদি আমারে ধরিয়া মারে!

            মরছে যে- সে মরুক বাপু
            এতে আমার কেন পোড়ে?
            মারছে যে- সে মারুক তবু
            কে নিজের কবর খোরে?

           চারখানি প্রাণ আমারো ঘরে
           সহসা করছে নিভু নিভু
           পেটের আগুন নেভাতে গেলে
           আমায় বাঁচতে হবে প্রভু!

           যদি মরে যাই অতগুলি প্রাণ
           যেন মুকুলেই যাবে ঝরে
           ওদেরি জন্য তব জয়গান
           আমায় বাঁচিয়ে রাখো প্রভু।

            লোকটা ছিলো ভিন্নমতে
            বেদম পিটিয়েছিলো যারে,
            ধুপধাপ ধুপ মারের চোটে
            তার প্রাণটা গেলো উড়ে!

            চোখের আগে বছর জুড়ে
            কত পাখি যায় উড়ে
            চোখ মুদিলেই রাত্রিকালে
            তারা আমায় ঘিরিয়া ধরে!

            "বাঁচাও বাঁচাও আর্তনাদে
            করেছে কতই চিৎকার
            একটিবারও প্রাণভয় ছেড়ে
            করি নি তাদের উদ্ধার!!

এখন-
            ফিসফিসিয়ে কানের গোড়ে
            কেউ দিচ্ছে যেন ফুঁৎকার-
            "জনমানবহীন এই জনপদে
            কে করবে তোমার সৎকার?"

                                      ইবনে মিজান
                                    ০১/০৬/২০১৮