দামটা শুনেই ছিটকে পড়েন
শিলিগুড়ির সঞ্জু'দা!
ফিরিজ ভরেই ইলিশ রাখেন
পাশেরবাড়ির মঞ্জু'দা!!
কাঁঠাল ছায়ায় ভাবেন বসে
এই কাঁঠালের অনেক দাম
একটা কাঁঠাল খাচ্ছে কাকে
সেই দেখে তাঁঁর ঝরছে ঘাম!!
ছোটোমাছের চচ্চড়িতে লংকাপেঁয়াজ বেশী
মাঝেমধ্যে চাষের রুইয়ে সঞ্জু থাকেন খুশী!
কাঁঠাল খেতে ভাল্লাগে না
তিনি খান কাঁঠালের বিচি
সকাল থেকেই ধরছে গানা
আহা, বাড়ছে আমার রুচি!!
[ ফিরিজ>ফ্রিজ ]
°
°
°
উৎসর্গঃ
প্রিয় কবি সঞ্জয় কর্মকার
শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ, ভারত।
_______ রশিদ ভাই _______
চব্বিশ নয় কুড়ি