এই ছেলেটা
আর ঐ মেয়েটা,
ওরা ভালবাসত
ওরা ভালবাসত আকাশ
ভালবাসত নদী সাগর পাহাড় বাহারি ফুল
কিছু ফুলের নাম, ওরা জানতোই না!
তবুও ওরা ভালবাসত
ভাল বাসতে বাসতে একদিন ওরা কিছু চারাগাছ রোপণ করে!
সকালের কাঁচা রোদ গায়ে লেপ্টে সেই গাছে পানি দেয়,
ওরা দুটি হাতে ভালবাসে, ফুল
ভালবাসে আকাশ ভালবাসে তারা
ওরা ভালবাসতে থাকে
ভাল বাসতে বাসতে একদিন ওরা একটি আকাশ বানিয়ে নেয়! নিজেদের আকাশ
সে আকাশে মিটিমিটি হেসে ওঠে শতকোটি তারা
ওরা মেঘেদের জলে সিক্ত হয়
ওরা বৃষ্টি হয়ে ঝরে ভালবাসায় অনুরাগে...
ওরা ভালবাসে
ওরা ভালবাসতে থাকে
ভাল বাসতে বাসতে একদিন...
ফুল