সন্ধ্যা থেকেই শনশন শব্দে বয়ে গেল
মেঘের তর্জন গর্জন শুনে বাড়ি এলাম
বিদ্যুৎ নেই,
এসময় না থাকাই উত্তম
মোমবাতি জ্বালিয়ে হাত ধুই
ভোজন সমাপ্ত হলো
মেঘদলও ক্ষান্ত দিলো
হারানো বিদ্যুৎ ফিরে এলে
ঘরটা আলোকিত হলো
কিছুদিন আগেও তড়িৎ প্রবাহের দ্রুত ফিরে আসা
এটা ছিল অবহেলিত মফিজের হতাশাগ্রস্ত দুরাশা!
ইদানীং
উন্নয়নের জোয়ার জলে
নৌকা ভাসে সমানতালে, জয়বাংলা;

খেয়েদেয়ে আরাম কেদারায় বসি
অতঃপর কী করি?
টেলিভিশন দেখি!
অনুষ্ঠান?
রাজ কাহন,
প্রসঙ্গ?
ভোট চুরি?
উপস্থাপনা শেষ
হতে না হতেই
আলোচনা শুরু
শুরুতেই অভিযোগ
এরপর পালটা অভিযোগ
তারপর যুক্তিতর্ক উপস্থাপন
মাঝখানে
ঝোঁপ দেখে কোপ মেরে
তৃতীয় বক্তা প্যাঁচ লাগায়
যিনি প্রধান অভিযুক্ত
তিনি উপযুক্ত প্রমাণ চায়!
আর উপস্থাপক?
তিনি ভীষণ ব্যস্ত
সবাইকেই খোঁচায়...
এখানে আপনি কে?
অবশ্যই, দর্শক!
প্রিয় দর্শক,
আপনার মতামত কী বলছে?
"বক্তারা কেউ হারবার পাত্র নয়
যে যার মতো শুধু বকেই যায়!
সব শুনে মনে হলো
এটা ফালতু টাইমপাস
এক্কেরে অহেতুকী বকবকানি
ঐ সব শালারাই একেকটা চুতমারানি!

থামেন ভাই,
ভুল বুইঝেন না কৈলাম
তাঁদের একজনও যদি হৈতো সমাধানের অনুসন্ধানী
তবুও তো আরও একবার হৈতে পারতাম, আশাবাদী!

শেষমেশ?
রাত্রি গভীর হয়
টেলিভিশন বন্ধ
শুয়ে পড়েছি!

এখন? চারিদিক শুনশান, অসীম নীরবতা
ঝিঁঝিঁ ডাকা রাত্রিতেই হোক, অন্তিম যাত্রা