আমি জানি, আমি মরে যাচ্ছি!
জেনে-বুঝে মেনে নিয়ে আলিঙ্গন করতে যাচ্ছি-
-সেই অনিবার্য সত্যকে, যার নাম মৃত্যু!
তুমিও মেনে নাও,
উদাত্তকণ্ঠে সহাস্য জানিয়ে দাও, বিদায়
________________ বিদায় বন্ধু বিদায়।
তার আগে জেনে নাও,
আমরা জন্মাই'ই-নি কোনদিন!
যাদের জন্মই নেই, তাদের মৃত্যু! কিভাবে হয়?
আসলে, মৃত্যুটা কিসের, কার মৃত্যু?
আমাদের তো মৃত্যু নেই!
মনে রেখো প্রিয়,
একালেই শুধু নয়,
দেখা হবে প্রতিকালে প্রতিবার,
নিশ্চয়ই দেখা হবে বন্ধু- দেখা হবে পরপার।।