সন্ধ্যা আসন্নবর্তী
ওরা খেলছে
আমরা খেলেছিলাম
তোমরা খেলেছিলে
প্রথমে ওরা খেলেছিলো
যারা চলে গেছে
একদিন আমরাও, চলে যাবো
এই মাঠ প্রিয় মাঠ, প্রিয় এই সন্ধ্যা
থেকে যাবে অমলিন
চিরকাল চিরদিন।