নিরুপায় এবং অসহায় লোকেরা
আকাশ পানে তাকিয়ে ভাবতে থাকেন
"নিশ্চয়ই, তিনিই সকল দুঃখ কষ্ট দূর করবেন"।
এদিকে বাড়তেই থাকে নিস্পাপ লাশের সারি
কিছুতেই থামে না নির্মম মৃত্যুর মিছিল........!
অতঃপর, লোকেরা যখন চোখ মাথা ঘাড় ফিরিয়ে দেখলো ফলস্বরূপ কিছুই হইলো না, কিচ্ছুই না!
তখনই ......
আসমান ফুঁড়ে আওয়াজ এলো
তোমাদের ভাগ্য তোমরাই লেখো।।
°
°
°
ভাগ্যবান
______________ রশিদ ভাই।
সাতাশ চার একুশ