জোড়া শিয়াল!
ডান পাশ দিয়া গেলো?
এই না দেখে ভাবছে গাধা
"....... ভাগ্য বেজায় ভালো!
আহা!  ভাগ্য বেজায় ভালো"
নাচতে নাচতে বললো গাধা
"শ্বশুরবাড়ি চলো
ওহে... শ্বশুরবাড়ি চলো!"

নাচতে নাচতে চলতে গিয়ে
.... লুঙ্গি খুলে গেলো!
গাধার লুঙ্গি খুলে গেলো!

শ্বশুর পক্ষের লোকগুলোও বেশ ভালো
লাত্থি গুতা ডাণ্ডা পিটা পিঠ পুরিয়া দিলো!
গাধাও পিঠ জুড়িয়া খেলো।

হাসতে হাসতেই বললো গাধা
সকল লোকে শোনো...
"যা খেয়েছি বেশ খেয়েছি
জান তো বেঁচে গেলো
সাধের প্রাণটা বেঁচে গেলো
আবার নাচতে নাচতেই চলো"


রশিদ ভাই