বন্ধু বেশে শত্রু যখন
আমার ঘরে আসে
মিষ্টিমধুর কথা বলে
মিটমিটিয়ে হাসে!

একই পথে চলে বন্ধু
একই সুরে গায়
সুযোগ বুঝে পেছন থেকে
মারে ছুরির ঘায়!

সুখের দিনে বন্ধু বেশী
দুখের দিনে হায়!
এমন বন্ধু হয় না কারো
কেউ যেনো না পায়।